মনে করেন আপনার বাসায় আপনার এক আত্মীয় বেড়াতে এল। সাথে করে নিয়ে এল তার এক বিদেশি বন্ধুকে। মেহমানদের জন্য আপনি অনেক আইটেম রান্না করেছেন কিন্তু ইংরেজিতে মেহমানদারী করবেন কিভাবে তা আপনি বুঝতে পারছেন না।ফলে ইংরেজি বলতে না পারায় খাবার টেবিলে আপনি কোনো কথাই বললেন না। মেহমান আপনাকে নিয়ে কি ভাবল তা মনে মনে ভেবেই আপনি খুব অসস্তিতে পরে গেলেন।
ঠিক এমনই বিব্রতকর অবস্থায় আমাদের অনেককেই পরতে হয়।মেহমানের খাতির-যত্ন ইংরেজিতে কীভাবে করবেন তা নিয়েই আমাদের আজকের আর্টিকেল।
চলুন ইংরেজি শেখার সহজ উপায় থেকে জেনে নেয়া যাক ইংরেজিতে কীভাবে মেহমানদারী করে মন জয় করবেন।
আর্টিকেলটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন
⇒ মেহমানদের স্বাগত জানাতে যা বলবেন
Hi, Welcome to our home.
(হাই, ওয়েলকাম টু আওয়ার হোম)
হাই,আমাদের বাসায় আপনাকে স্বাগতম।
Please come in.
(প্লিজ কাম ইন)
দয়া করে ভেতরে আসুন।
Really nice to have you here.
(রেয়েলি নাইস টু হেব ইয়ু হেয়ার)
আপনারা এসেছেন, আমাদের অনেক ভালো লাগছে।
⇒ খাওয়া শুরু করার আগে যা বলবেন
Let’s dig in.
(লেট’স ডিগ ইন)
চলুন খাওয়া শুরু করি।
Bon Appetit.
(বন এপিটিট)
চলুন খাওয়া শুরু করে দেই।
⇒খাবার দেয়ার সময় মেহমানকে যা বলবেন
Can I get you some ____(vegetable/ rice/ fish/ chicken/ beef/ salad)?
(ক্যান আই গেট সাম _ভেজিটেবল/রাইস/ফিস/চিকেন/বিফ/সালাদ?)
আমি আপনাকে কিছু (সবজি/ ভাত/ মাছ/ মুরগী/ গরুর মাংস/ সালাদ) দিতে পারি?
Can I get you some more ____(vegetable/ rice/ fish/ chicken/ beef/ salad)?
(ক্যান আই গেট সাম মোর _ভেজিটেবল/রাইস/ফিস/চিকেন/বিফ/সালাদ?)
আমি আপনাকে আরো কিছু (সবজি/ ভাত/ মাছ/ মুরগী/ গরুর মাংস/ সালাদ) দিতে পারি?
How about some ____(vegetable/ rice/ fish/ chicken/ beef/ salad)?
(হাউ এবাউট সাম_ভেজিটেবল/রাইস/ফিস/চিকেন/বিফ/সালাদ?)
আমি আপনাকে আরো কিছু (সবজি/ ভাত/ মাছ/ মুরগী/ গরুর মাংস/ সালাদ) দিতে পারি?
Help Yourself.
(হেল্প ইয়ুরসেলফ)
আপনার পছন্দ মত নিয়ে নিন।
You barely ate anything! Have anything more!
(ইয়ু বেয়ারলি অ্যাট এনিথিং!হেব এনিথিং মোর !)
আরে আপনি তো কিছুই খেলেন না, আরেকটু নেন!
⇒খাবার শেষে মিষ্টি কিছু দিতে যা বলবেন
Can I serve you some dessert?
(ক্যান আই সার্ভ ইয়ু সাম ডেসারট?)
আমি কি আপনাকে মিষ্টান্ন দিতে পারি?
⇒মেহমান আপনার কাছে কিছু চাইলে যা বলতে পারেন
Yes, of course!
(ইয়েস,অফ কোরস)
হ্যাঁ ,অবশ্যই।
Yes! Let me go get it.
(ইয়েস, লেট মি গো গেট ইট)
আমি এক্ষুনি নিয়ে আসছি।
⇒মেহমানরা চলে যাওয়ার সময় যা বলতে পারেন
Thank you so much for coming to our home.
(থ্যাংক ইয়ু সো মাচ ফর কামিং টু আওয়ার হোম)
আমাদের বাসায় আসার জন্য অনেক ধন্যবাদ।
I hope you enjoyed the food.
(আই হোপ ইয়ু এনজয়েড দ্যা ফুড)
আশা করি আপনাদের খাবার ভালো লেগেছে।
Visit us sometime soon again.
(ভিসিট আস সামটাইম সুন এগেইন)
আবারো কোনো একসময় আসবেন।
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -১১: রেস্টুরেন্ট বা বাড়িতে খাবার নিয়ে যেভাবে কথা বলবেন
⇒ এবার চলুন দেখে নেই বৃষ্টি কিভাবে তার আমেরিকা প্রবাসী খালা-খালুকে ইংরেজিতে আপ্যায়ন করল।
Bristy: Welcome uncle-aunty. It’s really nice to see you.
(বৃষ্টিঃ ওয়েলকাম আঙ্কেল-আন্টি।ইট’স রেইলি নাইস টু সি ইয়ু)
বৃষ্টিঃ স্বাগতম খালা-খালু।আপনাদের দেখে সত্যিই ভালো লাগছে।
Aunty: Lovely to see you too. You’re looking great.
(আন্টিঃ লাভলি টু সি ইয়ু ঠু।ইয়ু আর লুকিং গ্রেট)
আন্টিঃতোমাকে দেখেও ভালো লাগছে। তোমাকে চমৎকার দেখাচ্ছে।
Bristy: Thank you. Please have a seat. Can I get you some drinks?
(বৃষ্টিঃথ্যাংক ইয়ু।প্লিজ হেব অ্যা সিট।কেন আই গেট সাম ড্রিংস?)
বৃষ্টিঃ ধন্যবাদ। দয়া করে বসুন।আমি কি আপনদের জন্য পানীয় নিয়ে আসতে পারি?
Uncle:Oh,sure.It’s really hot today.
(আঙ্কেলঃ অহ,সিওর।ইটস রেয়েলি হট টুডেই)
আঙ্কেলঃ অবশ্যই।আজকে খুবই গরম পরেছে।
Bristy: Would you like lemonade, iced tea, or mango juice?
(বৃষ্টিঃউড ইয়ু লাইক লেমনেড,আইসড টি,অর ম্যাঙ্গু জুস?)
বৃষ্টিঃ লেবুপানি, বরফ চা, নাকি আমের জুস কোনটা খেতে চান?)
Uncle: Lemonade sounds really good right now!
(আঙ্কেলঃলেমনেড সাউন্ডস রেয়েলি গুড রাইট নাউ)
আঙ্কেলঃ লেবুপানিটাই এখন ভালো হবে।
Bristy: Here we go. Your juice, and some snacks please.
(বৃষ্টিঃহেয়ার উই গো।ইয়ুর জুস এন্ড সাম স্ন্যাক্স প্লিজ)
বৃষ্টিঃএখনি দিচ্ছি।এই যে আপনার জুস এবং কিছু নাস্তা প্লিজ।
Uncle: Aah, thank you, Bristy.
(আঙ্কেলঃআহ, থ্যাংক ইয়ু,বৃষ্টি)
আঙ্কেলঃ ধন্যবাদ বৃষ্টি।
Bristy: How are the kids? Why didn’t you take them?
(বৃষ্টিঃ হাউ আর দ্যা কিডস? হয়াই ডিড নট ইয়ু টেইক দেম?)
বৃষ্টিঃবাচ্চারা কেমন আছে? তাদের নিয়ে আসলেন না কেন?
Aunty: They went to their grandmother’s house.
(আন্টিঃদে অয়েন্ট টু দেয়ার গ্রেন্ডমাদার’স হাউস)
আন্টিঃ তারা তাদের দাদুবাড়ি গেছে।
Bristy:How was your trip?
(বৃষ্টিঃ হাউ অয়াস দ্যা ট্রিপ?)
বৃষ্টিঃ আপনাদের ভ্রমণ কেমন ছিল?
Aunty:We hit some traffic on Jatrabari,but it was quite smooth overall.
(আন্টিঃউই হিট সাম ট্রাফিক অন যাত্রাবাড়ি,বাট ইট অয়াস কুয়াইট স্মুথ ওভারঅল)
আন্টিঃ যাত্রাবাড়িতে একটু ট্রাফিকে পড়েছি,কিন্তু সবকিছু মিলিয়ে বেশি সমস্যা হয় নি।
Bristy: Lunch will be ready soon.Let’s have a look at my home.
(বৃষ্টিঃ লাঞ্চ উইল বি রেডি সুন।লেট’স হেব অ্যা লুক অ্যাট মাই হোম)
বৃষ্টিঃ দুপুরের খাবার খুব তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাবে।চলুন বাসাটা ঘুরে দেখাই।
Aunty: Oh,sure.
(আন্টিঃঅহ,সিওর)
আন্টিঃ হ্যাঁ , চল।
হালকা খাবারের পর বৃষ্টি তার বাসাটা মেহমানদের ঘুরে ঘুরে দেখাচ্ছে
Aunty: What a nice home! How long have you been living here?
(আন্টিঃ হোয়াট অ্যা নাইস হোম ! হাউ লং হেব ইয়ু বিন লিভিং হেয়ার?)
আন্টিঃ বাসাটা খুব সুন্দর। তুমি কত দিন যাবৎ এখানে আছ?
Bristy: We just moved here last year, aunty.
(বৃষ্টিঃউই জাস্ট মুভড হেয়ার লাস্ট ইয়ার,আন্টি)
বৃষ্টিঃআমরা গত বছরই এখানে এসেছি।
Aunty: It’s really beautiful. You’ve done a splendid job decorating home.
(আন্টিঃইট’স রেয়েলি বিউটিফুল।ইয়ু হেব ডান অ্যা স্প্লেনডিড জব ডেকরেটিং হোম )
আন্টিঃ সত্যি সুন্দর। তুমি বাসাটা খুব দারুন ভাবে সাজিয়েছ।
Bristy: It’s my pleasure. I enjoy it.
(বৃষ্টিঃইট’স মাই প্লেজার।আই এনজয় ইট)
বৃষ্টিঃ আমি খুব খুশি। আমি এটা করতে খুব উপভোগ করি।
বৃষ্টি মেহমানদের জন্য অনেক আইটেম রান্না করে খাবার সাজাল।
সে মেহমানদের খাবার টেবিলে ডাকল। চলুন শুনে আসি খাবার টেবিলের কথোপকথন-
Bristy: Please have a seat. Let’s dig in.
(বৃষ্টিঃপ্লিজ হেব অ্যা সিট।লেট’স ডিগ ইন)
বৃষ্টিঃ বসুন। খাওয়া শুরু করা যাক।
Uncle:You have cooked so many items.
(আঙ্কেলঃইয়ু হেব কুকড সো মেনি আইটেমস)
আঙ্কেলঃতুমি অনেক কিছু রান্না করেছ।
Bristy:Please, help yourself.
(বৃষ্টিঃপ্লিজ,হেল্প ইয়ুর সেলফ)
বৃষ্টিঃ দয়া করে নিজের মত করে খান।
Uncle: Can you pass me the glass of water?
(আঙ্কেলঃক্যান ইয়ু পাস মি দ্যা গ্লাস অফ ওয়াটার? )
আঙ্কেলঃ পানির গ্লাসটা আমাকে দাও।
Bristy: Yes, of course.
(বৃষ্টিঃইয়েস, অফ কোর্স )
বৃষ্টিঃ হ্যাঁ , অবশ্যই।
Uncle: You cook very well.
(আঙ্কেলঃইয়ু কুক রেইলি ওয়েল )
আঙ্কেলঃ তুমি সত্যি ভাল রান্না কর।
Bristy: Can I get you some more chicken? You barely ate anything! Have anything more!
(বৃষ্টিঃ ক্যান আই গেট সাম মোর চিকেন?ইয়ু বেয়ারলি অ্যাট এনিথিং!হেব এনিথিং মোর!)
বৃষ্টিঃ আপনাকে আরেকটু মুরগী দেই? আপনিতো কিছুই খাচ্ছেন না ,আরেকটু কিছু নিন।
Uncle: No,please.I am already full.
(আঙ্কেলঃনো প্লিজ। আই এম অলরেডি ফুল)
আঙ্কেলঃ না।আমার পেট একদম ভরে গেছে।
Bristy: Can I get you some dessert?
(বৃষ্টিঃক্যান আই গেট ইয়ু সাম ডেসার্ট?)
বৃষ্টিঃআপনাকে একটু মিষ্টান্ন দিতে পারি?
Uncle: Sure.
(আঙ্কেলঃসিওর)
আঙ্কেলঃ অবশ্যই।
Uncle: I am done. Can you show me where the washroom is?
(আঙ্কেলঃ আই এম ডান। ক্যান ইয়ু সোও মি হয়ার দ্যা ওয়াসরুম ইজ?)
আঙ্কেলঃআমার খাওয়া শেষ।তুমি কি আমাকে বাথরুমটা কোথায় দেখিয়ে দিতে পারবে?
Bristy: It’s there.
(বৃষ্টিঃ ইট’স দ্যায়ার)
বৃষ্টিঃঐ যে দেখুন।
খাবার শেষে এবার বিদায়ের পালা।
বৃষ্টি কিভাবে মেহমানদের বিদায় জানাল চলুন শুনে আসি তাদের কথোপকথন –
Bristy: Thank you so much for coming to our home. Hope you enjoyed the food.
(বৃষ্টিঃথ্যাংক ইয়ু সো মাচ ফর কামিং টু আওয়ার হোম। হোপ ইয়ু এনজয়েড দ্যা ফুড)
বৃষ্টিঃ বাসায় আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।আশা করি খাবার ভালো লেগেছে!
Uncle: Yeah. See you again, Bristy. Bye.
(আঙ্কেলঃইয়াহ।সি ইয়ু এগেইন,বৃষ্টি।বাই)
আঙ্কেলঃ হ্যাঁ। আবার দেখা হবে। বিদায়।
Bristy: Bye. Have a safe journey.
(বৃষ্টিঃ বাই। হেব অ্যা সেইফ জার্নি )
বৃষ্টিঃ বিদায়। সাবধানে যাবেন।
বৃষ্টিতো খুব ন্যাচারালই ইংরেজিতে মেহমানদারী করে তার খালা-খালুকে খুশি করে ফেললো। উপরের আর্টিকেলটি পরে আপনিও আইডিয়া নিতে পারেন কিভাবে ইংরেজিতে খুব সহজে মেহমানদারী করতে পারেন।তাই দেরি না করে আজই প্র্যাকটিস শুরু করুন। শুভ কামনা । দেখা হচ্ছে ইংরেজি শেখার সহজ উপায়ের আগামী পর্বে।
References:
https://englishforall.info/english-conversation-with-a-guest/