নামাজের জন্য প্রয়োজনীয় সূরা সমূহ পর্ব-১

নামাজের জন্য প্রয়োজনীয় সূরা সমূহ

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। নামাজ ছাড়া ইমান টিকিয়ে রাখা অসম্ভব। আর এই নামাজ পালনের জন্য কিছু সূরা সমূহ জানতে হয়। কুরআন মাজিদে কিছু সংক্ষিপ্ত সুরা রয়েছে যা মুখস্ত করা সহজ এবং তা নিয়মিত নামাজে পাঠ করা যায়। তাই মুসলমানদের এই সব প্রয়োজনীয় নামাজের সূরা সমূহ জানা দরকার।

তাছাড়া অনেকেরই প্রশ্ন জাগে নামাজের সুরা কি কোরআনের সিরিয়াল মেনে পড়তে হয়?

নামাজের সূরা পড়ার সিরিয়াল আছে কি? (namajer sura)

কোরআন শরীফে সূরার যে সিরিয়াল রয়েছে তা অনুসরণ করা সুন্নাত বা ওয়াজিব নয়। আল্লাহ কোরআনে বিষয়টি স্পষ্টভাবে বলেছেন যে,

‘কোরআন থেকে যতটুকু সম্ভব হয় ততটুকু তিলাওয়াত করো। তুমি সেটা তিলাওয়াত করো, যেটা তোমাদের জন্য সহজ ও সম্ভবপর হয়।’

এই আর্টিকেল পর্ব-১,এ নামাজের জন্য প্রয়োজনীয় ২৫টি সূরা সমূহের মধ্যে ১৩টি সুরা নিয়ে আলোচনা করা হয়েছে-

  • আরবি
  • বাংলা উচ্চারণ
  • বাংলা অর্থ
  • ইংরেজি উচ্চারণ
  • ইংরেজি অর্থ
  • আরবিতে অডিও

প্রয়োজনীয় ১৩টি নামাজের সূরা সমূহ হলঃ

১) সুরা ফাতিহা

২) সূরা আসর

৩) সূরা হুমাযাহ

৪) সূরা ফীল

৫) সূরা কুরাইশ

৬) সূরা আল মাউন

৭) সূরা আল কাউসার

৮) সূরা কাফিরুন

৯) সূরা নাসর

১০) সূরা লাহাব

১১) সূরা ইখলাস

১২) সূরা ফালাক

১৩) সূরা নাস

প্রথমেই আমরা সূরা ফাতিহা ছাড়া নামজের জন্য ১০ টি সূরা বাংলা অর্থ সহ উচ্চারণ সম্পর্কে জানবো। সূরা ফাতিহা সহ নামাজের ১১ টি সুরা গুলোকে পাঁচ ওয়াক্ত নামাজের সূরা ও বলা যায়।

১) সূরা ফাতিহা

সূরা ফাতিহা আরবি:

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ 

الرَّحْمَٰنِ الرَّحِيمِ 

مَالِكِ يَوْمِ الدِّينِ 

إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُu 

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ 

صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ 

সূরা ফাতিহা বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.আলহামদুলিল্লাহি রাব্বীল আলামীন।

২ .আররাহমানির রাহীম।

৩.মা-লিকী ইয়াউমিদ্দ্বীন।

৪ .ইয়্যাকা-নাবুদু ওয়া ইয়্যাকা নাসতায়ীন।

৫.ইহদিনাস-সিরাতাল মুসতাক্বীম।

৬. সিরাত্বাল লাযিনা আন-আমতা আলাইহিম।গাইরিল মাগদুবি আলাইহিম। ওয়ালাদ্দুয়াল্লীন আমীন।

সূরা ফাতিহা অডিও :

সুরা ফাতিহা বাংলা অর্থ সহঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.যাবতীয় প্রশংসা আল্লাহ তা আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

২.যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

৩.যিনি বিচার দিনের মালিক।

৪.আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

৫. আমাদেরকে সরল পথ দেখাও।

৬.সে সমস্ত লোকের পথ,যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়,যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। 

সুরা ফাতিহা ইংরেজি উচ্চারণঃ

Bismillah hir rahman nir raheem

1.Alhamdulillahi Rabbil ‘aalameen

2.Ar-Rahmaanir-Raheem

3.Maliki Yawmi-Deen

4.iyyaka na’budu wa iyyaka nastaeen

5.Ihdinas Siraatal Mustaqeem

6.Siraatal lazeena an’amta ‘alaihim ghayril maghdoobi ‘alaihim wa lad daaalleen.

সূরা ফাতিহা ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds;

2.Most Gracious, Most Merciful;

3.Master of the Day of Judgment.

4.Thee do we worship, and Thine aid we seek.

5. Show us the straight way,

6.The way of those on whom Thou hast bestowed Thy Grace, those whose (portion) is not wrath, and who go not astray.

নামজের জন্য ১০ টি সূরা (namaz surah bangla)

২) সূরা ফীল

সূরা ফীল আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ 

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ

فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ

সূরা ফীল বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি-আসহাবিল ফীল।

২. আলাম ইয়াজ-আল কাইদাহুম ফি তাদলীল।

৩ .ওয়া-আরসালা আলাইহিম তাইরান আবাবীল।

৪.তারমিহিম বিহিজা রাতিম্মিন সিজ্জিল।

৫. ফাযাআলাহুম কাআসফিম মাকূল।

সূরা ফীল অডিওঃ

সুরা ফিল বাংলা অর্থ সহঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

২.তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

৩.তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

৪.যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

৫ .অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

সূরা ফিল ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Alam tara kaifa fa ala rabbuka bi ashaabil feel

2.Alam yaj’al kaidahum fee tadleel

3.Wa arsala ‘alaihim tairan abaabeel

4.Wa arsala ‘alaihim tairan abaabeel

5.Faja ‘alahum ka’asfim m’akool

সূরা ফিল ইংরেজি অর্থঃ

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Seest thou not how thy Lord dealt with the Companions of the Elephant?

2.Did He not make their treacherous plan go astray?

3.And He sent against them Flights of Birds,

4.Striking them with stones of baked clay.

5.Then did He make them like an empty field of stalks and straw, (of which the corn) has been eaten up.

৩) সূরা কুরাইশ

সূরা কুরাইশ আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

لِإِيلَافِ قُرَيْشٍ

إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ

فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ

الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

সূরা কুরাইশ বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.লিঈলা-ফি কুরইশিন্।

২.ঈলা ফিহিম রিহ লাতাশশিতা ইওয়াসসাইফ।

৩.ফাল্ইয়া’বুদূ রব্বাহা-যাল্ বাইতি।

৪. আল্লাযি আত আ’মাহুম মিন যু’ঈ। ওয়া আমানাহুম মিন খাউফ। 

সূরা কুরাইশ অডিওঃ

সুরা কুরাইশ বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.কোরাইশের আসক্তির কারণে

২.আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।

৩.অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার।

৪.যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।

সুরা কুরাইশ ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.lilafi quraish

2.Eelafihim rihlata ashshita-iwassayf

3.Fal y’abudu rabba haazal-bait

4.Allazi at’amahum min ju’inw-wa-aamana hum min khawf

সুরা কুরাইশ ইংরেজি অর্থঃ

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.For the covenants (of security and safeguard enjoyed) by the Quraish,

2.Their covenants (covering) journeys by winter and summer,

3.Let them adore the Lord of this House, 

4.Who provides them with food against hunger, and with security against fear (of danger).

৪) সূরা আল মাউন

সূরা মাউন আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ

فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ

وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ

فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ

الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ

الَّذِينَ هُمْ يُرَاؤُونَ

وَيَمْنَعُونَ الْمَاعُونَ

সূরা মাউন বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.আরয়াইতাল্লাযী- ইয়ুকায্যিবু বিদ্দীন্।

২.ফাযা-লিকাল্লাযী ইয়াদু’উ’ল্ ইয়াতীমা ।

৩.অলা-ইয়াহুদ্ব্দু ‘আলা-তোয়া‘আ- মিল্ মিসকীন্।

৪.ফাওয়াইলুল্লিল্ মুছোয়াল্লীনা।

৫.আল্লাযীনাহুম্ ‘আন্ ছলা-তিহিম্ সা-হূন্।

৬.আল্লাযীনা হুম্ ইয়ুরা-য়ূনা ।

৭ .অইয়াম্ না‘ঊনাল্ মা-‘ঊন্।

সূরা আল মাউন অডিওঃ

সুরা মাউন বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.আপনি কি দেখেছেন তাকে,যে বিচারদিবসকে মিথ্যা বলে?

২.সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়। 

৩.এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।

৪.অতএব দুর্ভোগ সেসব নামাযীর,।

৫.যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;

৬.যারা তা লোক-দেখানোর জন্য করে ।

৭.এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

সূরা মাউন ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Ara aital ladzi yukadzibu biddin

2.Fazaalikal lazee yadu’ul-yateem

3.Wa la yahuddu ‘alaa ta’aamil miskeen

4.Fa wailul-lil musalleen

5.Allazeena hum ‘an salaatihim saahoon

6.Allatheena hum yuraaa’oon

7.Wa yamna’oonal maa’oon

সূরা মাউন ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Seest thou one who denies the Judgment (to come)?,

2.Then such is the (man) who repulses the orphan (with harshness)’

3.And encourages not the feeding of the indigent.

4.So woe to the worshippers.

5.Who are neglectful of their prayers, 

6.Those who (want but) to be seen (of men),

7.But refuse (to supply)(even) neighbourly needs.

৫) সূরা আল কাউসার

সূরা কাউসার আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُإِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

সূরা কাউসার বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.ইন্না আ’ত্বাইনা কাল কাউসার।

২.ফাসাল্লিলি রাব্বাকা ওয়ানহার।

৩.ইন্না শা’নিয়াকা হুয়াল আবতার। 

সূরা আল কাউসার অডিওঃ

সূরা কাউসার বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।

২.অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। ।

৩.যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।

সুরা কাউসার ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Inna ataina kal kausar

2.Fasalli li rabbika wanhar

3.Inna shaani’aka huwal abtar

সুরা কাউসার ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.To thee have We granted the Fount (of Abundance)

2.Therefore to thy Lord turn in Prayer and Sacrifice.

3.For he who hateth thee, he will be cut off (from Future Hope).

৬) সূরা কাফিরুন

সূরা কাফিরুন আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ

لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ

وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ

لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

সূরা কাফিরুন বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.কুল্ ইয়া য় আইয়ুহাল্ কা-ফিরূনা । 

২.লা য় আ’বুদু মা তা’বুদূনা। 

৩.অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্।

৪.অলা য় আনা ‘আ-বিদুম্ মা-‘আবাততুম্। 

৫.অলা য় আন্তুম্ ‘আ-বিদূনা মা য় আ’বুদ্। 

৬.লাকুম্ দীনুকুম্ অলিয়াদীন্।

সূরা কাফিরুন অডিওঃ

সূরা কাফিরুন বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বল,‘হে কাফিররা।

২.তোমরা যার ‘ইবাদাত কর আমি তার ‘ইবাদাত করি না।

৩.এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’।

৪.আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’।

৫.‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’।

৬.তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’

সুরা কাফিরুন ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Qul ya ayyuhal kafirun

2.Laaa a’budu maa t’abudoon

3.Wa laaa antum ‘aabidoona maaa a’bud

4.Wa laaa ana ‘abidum maa ‘abattum

5.Wa laaa antum ‘aabidoona maaa a’bud

6.Lakum deenukum wa liya deen.

সুরা কাফিরুন ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say :O ye that reject Faith!

2.I worship not that which ye worship,

3.Nor will ye worship that which I worship.

4.And I will not worship that which ye have been wont to worship,

5.Nor will ye worship that which I worship.

6.To you be your Way, and to me mine.

৭) সূরা নাসর

সূরা নাসর আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

إِذَا جَاء نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا

সূরা নাসর বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.ইজাযা আনাসরুল্লাহি ওয়াল ফাতহ।

২.ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি-দ্বীনিল্লাহি আফওয়াজা।

৩ .ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহ। ইন্নাহু কা’না তাওয়্যাবা।

সূরা নাসর অডিওঃ

সুরা নাসর বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

২.এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন,

৩.তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী।

সুরা নাসর ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Iza jaaa’a nasrul-laahi walfath

2.Wa ra-aitan naasa yadkhuloona fee deenil laahi afwajaa

3.Fasabbih bihamdi rabbika wastaghfirh, innahoo kaana tawwaaba 

সুরা নাসর ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.When comes the Help of Allah, and Victory,

2.And thou dost see the people enter Allah.s Religion in crowds,

3.Celebrate the praises of thy Lord, and pray for His Forgiveness: For He is Oft-Returning (in Grace and Mercy).

৮) সূরা লাহাব

সূরা লাহাব আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ

مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ

سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ

فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ

সূরা লাহাব বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব্ব।

২.মা আগনা আ’নহুমালুহু ওয়ামা কাসাব।  

৩.সাইয়াছ্লা- না-রন্ যা-তা লাহাবিঁও।

৪ .ওয়ামরা আতুহু হাম্মা লাতাল হাতাব। 

৫.ফি যিদিহা হাবলুম্মিম মাসাদ। 

সূরা লাহাব অডিওঃ

সুরা লাহাব বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে,

২.কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে।

৩.সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে’।

৪.এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে,’। 

৫.তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। 

সূরা লাহাব ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Tabbat yada abee lahabin watab

2.Maa aghna ‘anhu maaluhu wa ma kasab

3.Sayasla naran thatalahab

4.Wam ra-atuhu hamma latal-hatab

5.Fee jeediha hablun min masad

সূরা লাহাব ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Perish the hands of the Father of Flame! Perish he!

2.No profit to him from all his wealth, and all his gains!

3.Burnt soon will he be in a Fire of Blazing Flame! 

4.His wife shall carry the (crackling) wood – As fuel!- 

5.A twisted rope of palm-leaf fibre round her (own) neck!

৯) সূরা ইখলাস

সূরা ইখলাস আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ

اللَّهُ الصَّمَدُ

لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ

وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

সূরা ইখলাস বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.কুল্ হুওয়াল্লা-হু আহাদ্।

২.আল্লা-হুচ্ছমাদ্। 

৩.লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্। 

৪.অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্।

সূরা ইখলাস অডিওঃ

সুরা ইখলাস বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বলো, তিনিই আল্লাহ,এক-অদ্বিতীয়।

২.আল্লাহ কারো মুখাপেক্ষী নন,সকলেই তাঁর মুখাপেক্ষী।

৩.তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।।

৪.এবং তার সমতুল্য কেউ নেই।

সুরা ইখলাস ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Qul huwa Allahu ahad

2.Allahu assamad

3.Lam yalid wa lam yoolad

4.Wa lam yakul-lahu kufuwan ahad

সুরা ইখলাস ইংরেজি অর্থঃ 

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say: He is Allah, the One and Only.

2.Allah, the Eternal, Absolute;

3.He begetteth not, nor is He begotten;

4.And there is none like unto Him.

১০) সূরা ফালাক

সূরা ফালাক আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ

مِن شَرِّ مَا خَلَقَ

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সূরা ফালাক বাংলা উচ্চারণঃ

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১.ক্বুল আ‘ঊযু বিরাব্বিল ফালাক্ব। 

২.মিন্ র্শারি মা- খালাক্ব।

৩.ওয়া মিন্ র্শারি গা-ছিক্কিন ইযা- ওয়াক্বাব।  

৪.ওয়া মিন্ র্শারিন নাফ্ফা-ছা-তি ফিল্ ‘উক্বাদ্।

৫.ওয়া মিন্ র্শারি হা-ছিদিন্ ইযা- হাসাদ্। 

সূরা ফালাক অডিওঃ

সূরা ফালাক বাংলা অর্থ সহঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বলুন,আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

২.তিনি যা সৃষ্টি করেছেন,তার অনিষ্ট থেকে,

৩.অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে,যখন তা সমাগত হয়,।

৪.আর গিরায় ফুতকার দানকারী নারীদের অনিষ্ট থেকে,

৫.আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’। 

সুরা ফালাক ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Qul a’uzoo bi rabbil-falaq

2.Min sharri ma khalaq

3.Wa min sharri ghasiqin iza waqab

4.Wa min sharrin-naffaa-saati fil ‘uqad

5.Wa min shar ri haasidin iza hasad

সুরা ফালাক ইংরেজি অর্থঃ

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say: I seek refuge with the Lord of the Dawn.

2.From the mischief of created things;

3.From the mischief of Darkness as it overspreads;

4.From the mischief of those who practise secret arts;

5.And from the mischief of the envious one as he practises envy.

১১) সূরা নাস

সূরা নাস আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ

مَلِكِ النَّاسِ

إِلَهِ النَّاسِ

مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ

الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ

مِنَ الْجِنَّةِ وَ النَّاسِ

সূরা নাস বাংলা উচ্চারণ:

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।

১. কুল্ আ‘ঊযু বিরব্বিন্না-স্।

২.মালিকিন্না-স্ । 

৩.ইলা-হি ন্না-স্ ।

৪.মিন্ শাররিল ওয়াস্ ওয়া-সিল্ খান্না-সি ।

৫.আল্লাযী ইউওয়াস্ওয়িসু ফী ছুদূরিন্না-স্। 

৬.মিনাল্ জ্বিন্নাতি অন্না-স্।

সূরা নাস অডিওঃ

সূরা নাস বাংলা অর্থঃ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

১.বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

২.মানুষের অধিপতির,

৩.মানুষের মা’বুদের 

৪.তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

৫.যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

৬.জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। ’

সুরা নাস ইংরেজি উচ্চারণঃ

Bismillah hir rahman nir raheem

1.Qul aAAoothu bi rabbin naas

2.Maliki’n naas

3.Ilahi’n naas

4.Min sharril waswaasil khannaas

5.Alladhee yuwaswisu fee suduurin naas

6.Minal jinnati wannaas

সুরা নাস ইংরেজি অর্থঃ

In the name of Allah, Most Gracious, Most Merciful.

1.Say:I seek refuge with the Lord and Cherisher of Mankind,

2.The King (or Ruler) of Mankind,

3.The Allah (for judge) of Mankind,- 

4.From the mischief of the Whisperer (of Evil), who withdraws (after his whisper),

5.(The same) who whispers into the hearts of Mankind,-

6.Among Jinns and among men.

১২) সূরা আসর

সূরা আসর আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

وَالْعَصْرِ

إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ

إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ

সূরা আসর বাংলা উচ্চারণ:

১. ওয়াল ‘আসর।

২. ইন্নাল ইনছা-না লাফী খুছর।

৩. ইল্লাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া তাওয়া-সাওবিল হাক্কি ওয়া তাওয়া-সাও বিসসাবরি।

সুরা আসর অডিও

সুরা আসর বাংলা অর্থ :

১.কসম যুগের (সময়ের), 

২.নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত;

৩.কিন্তু তারা নয়, যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাকীদ করে সত্যের এবং তাকীদ করে সবরের। 

সুরা আসর ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.WalAAasr

2.Innal insaana lafee khusr

3.Illa allatheena aamanu wa ‘amilus saali haati wa tawa saw bil haqqi wa tawa saw bissabr

সূরা আসর ইংরেজি অর্থঃ  

In the name of Allah, The Most Gracious and The Most Merciful.

1.By time,

2.Indeed, mankind is in loss,

3.Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience.

১৩) সূরা হুমাযাহ

সূরা হুমাযাহ আরবিঃ

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 

وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ

كَلَّا لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ

وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ

نَارُ اللَّهِ الْمُوقَدَةُ

الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ

إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ

فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ

সূরা হুমাযাহ বাংলা উচ্চারণ সহ:

১. ওয়াইলুলিলকুল্লি হুমাঝাতিল লুমাঝাহ ।

২. আল্লাযী জামা‘আ মা-লাওঁ‘ওয়া ‘আদ্দাদাহ।

৩. ইয়াহছাবুআন্না মা-লাহূআখলাদাহ।

৪. কাল্লা-লাইউমবাযান্না ফিল হুতামাহ।

৫. ওয়ামাআদরা-কা মাল হুতামাহ।

৬. না-রুল্লা-হিল মূকাদাহ

৭. আল্লাতী তাত্তালি‘উ আলাল আফইদাহ।

৮. ইন্নাহা-‘আলাইহিম মু’সাদাহ

৯. ফী ‘আমাদিম মুমাদ্দাদাহ ।

সূরা হুমাযাহ অডিওঃ

সূরা হুমাযাহ বাংলা অর্থ :

১.প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ, 

২.যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে

৩.সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে! 

৪.কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। 

৫.আপনি কি জানেন, পিষ্টকারী কি? 

৬.এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি, 

৭.যা হৃদয় পর্যন্ত পৌছবে। 

৮.এতে তাদেরকে বেঁধে দেয়া হবে, 

৯.লম্বা লম্বা খুঁটিতে।

সূরা হুমাযাহ ইংরেজি উচ্চারণঃ

Bismillah Hir Rahman Nir Raheem

1.Way lulli kulli humazatil-lumazah

2.Allazee jama’a maalanw wa ‘addadah

3.Yahsabu anna maalahooo akhladah

4.Kallaa; layumbazanna fil hutamah 

5.Wa maa adraaka mal-hutamah

6.Naarul laahil-mooqada

7.Innahaa ‘alaihim mu’sada

8.Allatee tattali’u ‘alal af’idah

9.Fee ‘amadim mumaddadah

সুরা হুমাযাহ ইংরেজি অর্থঃ

In the Name of Allah, The Most Gracious and The Most Merciful

1.Woe to every scorner and mocker

2.Who collects wealth and [continuously] counts it.

3.He thinks that his wealth will make him immortal.

4.No! He will surely be thrown into the Crusher.

5.And what can make you know what is the Crusher?

6.It is the fire of Allah, [eternally] fueled,

7.Which mounts directed at the hearts.

8.Indeed, Hellfire will be closed down upon them

9.In extended columns.

এই সংক্ষিপ্ত নামাজের সুরা সমূহ মুখস্থ করা সহজ। আপনি বা আপনার শিশু পুরোপুরি মনোনিবেশ করে কয়েক মিনিটের মধ্যে এটি মুখস্ত করতে পারেন। নামাজের জন্য ২৫টি সূরা মুখস্থ করার সর্বোত্তম উপায় হ’ল অডিওতে সূরাগুলি শুনে, সমান্তরালভাবে আপনি এটি কয়েকবার পাঠ করতে পারেন। তাছাড়া এই সূরাগুলোর অর্থ জেনেও মুখস্থ করতে পারেন।