ইংরেজি শেখার সহজ উপায় -৬: ইংরেজিতে নিজের পরিচয় দিন

ইংরেজি শেখার সহজ উপায় ইংরেজিতে নিজের পরিচয় দিন

আপনি বাইরের কোন কোম্পানিতে গেলেন। জব ইন্টার্ভিউ দিবেন। রুমে ঢুকলেন, বসলেন। তারা প্রশ্ন করা শুরু করলেন। উত্তর দিতে যাবেন কিন্তু আপনার মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। কারণ ঠিক ইংরেজি শব্দ খুঁজে পাচ্ছেন না। এতে গুছিয়ে প্রশ্নের উত্তরও দিতে পারলেন না। 

আপনি ঘামতে শুরু করলেন। আপনার কনফিডেন্স লেভেল একদম নীচে নেমে গেল। এই মুহূর্তে আপনি জানেন চাকরিটা আপনার আর হচ্ছে না। কাজ ভাল পারলেও একমাত্র কমিউনিকেট করতে না পাড়ায়, সত্যি সত্যি আপনার চাকরিটা আর হল না। 

ইন্টার্ভিউ রুম থেকে বের হলেন। নিজের উপর রাগে-দুঃখে মন বিষিয়ে গেল। ঠিক করলেন আজই ইংরেজি শেখা শুরু করবো। সকালে ঘুম থেকে উঠলেন বসে আছেন মনে হল গতদিন আপনার ইংরেজি শিক্ষা শুরু করার কথা ছিল।  তাই আজকে করবো নাকি কালকে করবো চিন্তা বাদ দিন। আজ, এখুনি, এই মুহূর্তে শুরু করুন ইংরেজি শেখার জার্নি। 

আর্টিকেলটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

চলুন ইংরেজি শেখার সহজ উপায় এর পর্ব-৬ এ জেনে নেয়া যাক কীভাবে নতুন পরিবেশে নিজের পরিচয় দিবেন, কোন কিছু জানতে চাইবেন, কিংবা কোন প্রশ্ন করলে তার উত্তর দিবেন ইত্যাদি।

কারো সঙ্গে পরিচিত হওয়ার সময় কথোপকথন –

ইংরেজিতে নিজের পরিচয়

রবি একটি বিয়ের অনুষ্ঠানে গেলেন। গ্লাসে পানীয় ঢালছেন। এমন সময় ফিমা নামের একজন, বান্ধবি ফেই’কে নিয়ে আসলেন। রবির সাথে পরিচিত হতে। এমন অবস্থায় রবি যেভাবে প্রশ্নের উত্তর দিলেন বা পাল্টা প্রশ্ন করলেন

Fima: Hi, my name is Fima. What is your name?   
(ফিমা: হাই, আমার নাম ফিমা। আপনার নাম কি?)

Robi: Hi, my name is Robi. Nice to meet you, Fima.
(রবি: হাই, আমার নাম রবি। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, ফিমা।)

Fima: Nice to meet you, Robi. This is my friend. Her name is fei.
(ফিমা: আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম, রবি। উনি আমার বন্ধু। তার নাম ফেই।)

Robi: Hi, Fei. Nice to meet you.
(রবি: হাই, ফেই। আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম।)

Fei: Nice to meet you too.
(ফেই: আপনার সাথেও পরিচিত হয়ে খুশি হলাম।)

কারো বাসস্থান সম্পর্কে জানতে কথোপকথন –

কেমি ও কুপার প্লেন-এ পাশাপাশি বসে আছেন। গন্তব্য অ্যামেরিকা। চলুন তাদের কথোপকথন থেকে জেনে আসি তারা কোথা থেকে এসেছেন।

Kemmy: Hi, my name is Kemmy. I am from Sylhet in Bangladesh. I am Bangladeshi. Where are you from?
(কেমি: হাই, আমার নাম কেমি। আমি বাংলাদেশের সিলেট থেকে এসেছি। আমি বাংলাদেশী। আপনি কোথা থেকে এসেছেন?)
Cooper: I am Cooper, I am from Bon in Germany. I am german. Nice to meet you, Kemmy.
(কুপার: আমি কুপার, আমি জার্মানির বন থেকে এসেছি। আমি জার্মান। আপনার সাথে দেখা করে ভালো লাগলো, কেমি।)
Kemmy: Nice to meet you too, Cooper.
(কেমি: আপনার সাথে দেখা করেও ভালো লাগলো, কুপার।)

নিজের সম্পর্কে কিছু বলতে কথোপকথন – 

বিনিতা এবং পারমিতার একটি গানের কনসার্টে দেখা। চলুন তাদের কথোপকথন থেকে তাদের সম্পর্কে জেনে আসি।

Binita: Hi, I am Binita. What is your name?
(বিনিতা: হাই, আমি বিনীতা। আপনার নাম কি?)
Promita: Hi, I am Promita. Nice to meet you, Binita.
(প্রমিতা: হাই, আমি প্রমিতা। আপনার সাথে দেখা করে ভালো লাগলো, বিনীতা।)

Binita: Nice to meet you too, Promita. Where are you from?
(বিনিতা: আপনার সাথেও দেখা করে ভালো লাগলো, প্রমিতা। আপনি কোথা থেকে এসেছেন?)
Promita: I am from Bangladesh. Where are you from?
(প্রমিতা: আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন?)

Binita: I am from England. I am 22 years old. There are 4 people in my family. They are my mother, father, sister, and me. How about you?
(বিনিতা: আমি ইংল্যান্ড থেকে এসেছি। আমার বয়স 22 বছর। আমার পরিবারে 4 জন সদস্য। তারা আমার মা, বাবা, বোন এবং আমি। আপনার কী অবস্থা?)
Promita : Nice family. I am also 22 years old. There are 6 people in my family. They are my mother, father, sister, two brothers, and me. I am a student at California technology. My major is Computer science. You?
(প্রমিতা: চমৎকার পরিবার। আমারও বয়স 22 বছর। আমার পরিবারে ৬ জন। তারা আমার মা, বাবা, বোন, দুই ভাই এবং আমি। আমি ক্যালিফোর্নিয়া প্রযুক্তির একজন ছাত্রী। আমার প্রধান কম্পিউটার বিজ্ঞান। আপনি?)

Binita: I am a student at Duke University. My major is Aerospace Engineering. What are your hobbies?
(বিনিতা: আমি ডিউক ইউনিভার্সিটির ছাত্রী। আমার প্রধান হল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং। আপনার শখ কি কি?)
Promita: I love reading history books. Sometimes I go skating. You?
(প্রমিতা: আমি ইতিহাসের বই পড়তে ভালোবাসি। মাঝে মাঝে আমি স্কেটিং করতে যাই। আপনি?)

Binita: I love to travel to new places. In my free time I write about them too.
(বিনিতা: আমি নতুন জায়গায় ঘুরতে ভালোবাসি। আমার অবসর সময়ে আমি তাদের সম্পর্কে লিখিও।)
Promita: It’s been great meeting you, Binita. See you again.
(প্রমিতা: আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো, বিনীতা। আবার দেখা হবে।)

Binita: It's been great meeting you too. Bye.
(বিনিতা: আপনার সাথেও দেখা করে খুব ভালো লাগলো, প্রমিতা। বিদায়।)

পরিচয়ের ক্ষেত্রে পেশা, আপনি কি/ কোথায় কাজ করেন, কোথায় বসবাস করেন তা নিয়ে কথা বলতে

I am a/ an ____(teacher/ student/ job-holder/ entrepreneur/ businessman)
আমি একজন/ একজন ____(শিক্ষক/ ছাত্র/ চাকরিধারী/ উদ্যোক্তা/ ব্যবসায়ী)

I work for ____(company/ institution name) as a/ an ____(executive/ senior executive/ trainee/ manager/ deputy manager). !! আমি একজন ____ (নির্বাহী/ সিনিয়র এক্সিকিউটিভ/ ট্রেইনি/ ম্যানেজার/ ডেপুটি ম্যানেজার) হিসেবে ____(কোম্পানি/প্রতিষ্ঠানের নাম) কাজ করি।

I live at ___(Banani/ Hawapara/ Zindabazar/ Bon).
আমি ___(বনানী/হাওয়াপাড়া/জিন্দাবাজার/বন) থাকি।

I live in ___(Dhaka/ Sylhet/ Germany).
আমি ___(ঢাকা/সিলেট/জার্মানি)তে থাকি।

আপনি কি পছন্দ কিংবা অপছন্দ করেন তা নিয়েও প্রশ্ন কিংবা উত্তর দিতে পারবেন। 

I like ______(volleyball/ singing/ cycling/ yoga/ fishing/ reading books/ traveling)
আমি পছন্দ করি _______ (ভলিবল / গান / সাইক্লিং / যোগ / মাছ ধরা/ বই পড়া / ভ্রমণ)

I don’t like/ dislike/ hate ______(volleyball/ singing/ cycling/ yoga/ fishing/ reading books/ traveling)
আমি অপছন্দ করি _______ (ভলিবল / গান / সাইক্লিং / যোগ / মাছ ধরা/ বই পড়া / ভ্রমণ)

আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -৫: ১৫০+ ইংরেজি বাক্য দিয়ে সহজেই ইংরেজি বলুন

আপনি মানুষ হিসেবে কেমন/ কার সঙ্গে থাকেন/ প্রিয় রং এসব নিয়ে কথা বলতে –

I am a ____(brave/ happy/ gentle/ calm/ creative/ lazy/ friendly/ outgoing) person.
আমি একজন ____(সাহসী/ সুখী/ ভদ্র/ শান্ত/ সৃজনশীল/ অলস/ বন্ধুত্বপূর্ণ/ বহির্মুখী) ব্যক্তি।

I live with my ____(family/ father/ mother/ sister/ brother/ cousins/ friends).
আমি আমার ____(পরিবার/বাবা/মা/বোন/ভাই/চাচাতো ভাই/বন্ধুদের) সাথে থাকি।

My favourite color is ___(green/ purple/ scarlet/ black).
আমার প্রিয় রং ___(সবুজ/বেগুনি/লাল/কালো)।

প্রশ্নের উত্তর দিতে এবং পাল্টা প্রশ্ন করতে –

Yes, no, sure, of course, absolutely, let’s do it, surely.
হ্যাঁ, না, অবশ্যই, অবশ্যই, একেবারে, এটা করা যাক, অবশ্যই।

How about you? What about you?
তোমার কী অবস্থা? তোমার খবর কি?

কেউ কেমন আছে জানতে প্রশ্ন এবং উত্তরে যা বলবেন  –

What’s up?
কি খবর?

How’s everything?
সবকিছু কেমন চলছে?

How’s it going?
কেমন চলছে?

I am fine, thanks. How are you?
আমি ভাল আছি ধন্যবাদ। আপনি কেমন আছেন?

Pretty good.
বেশ ভাল।

Not so great really.
সত্যিই তাই মহান না।

ধন্যবাদ প্রকাশে যা বলবেন –

I’m really grateful.
আমি সত্যিই কৃতজ্ঞ।

I can’t thank you enough.
আমি যতবারই Thank you বলি না কেন তা কম হবে।

I owe you one.
আমি তোমার কাছে ঋণী।

ধন্যবাদ এর উত্তরে যা বলবেন –

You’re most welcome.
তোমাকে অনেক ধন্যবাদ।

Anytime!
যে কোন সময়!

My pleasure!
আমার আনন্দ!

কিছু না জানলে –

No idea.
কোন ধারণা নেই।

No clue.
কোন সুত্র নেই।

সম্মতি প্রকাশ করতে –

That’s so true.
এটা একদম সত্যি.

I couldn’t agree more.
আমি আর একমত হতে পারিনি।

মতভেদ প্রকাশ করতে – 

Not necessarily.
অগত্যা/ জরুরী না যে এটা এমনি হবে।

I couldn’t disagree more.
আমি আর দ্বিমত করতে পারিনি।

Goodbye বলতে –

I must take off.
আমার যেতে হবে।

Speak to you soon.
শিঘ্রই তোমার সাথে কথা বলবো।

আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -১: টিপস এন্ড ট্রিক্স ও রিসোর্স সমূহ

যেকোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে যেভাবে শুরু করবেন তার কিছু নমুনা

কতক্ষণ জিজ্ঞেস করতে – 

How long will you ____(sleep/ read/ exercise/ walk/ work/ study/ play)?
আপনি কতক্ষণ ____(ঘুমাবেন/ পড়বেন/ ব্যায়াম করবেন/হাঁটবেন/ কাজ করবেন/ অধ্যয়ন করবেন/ খেলবেন) ?

কোনো কিছুর দাম জিজ্ঞেস করতে –

How much are the ____(gifts/ bananas/ apples/ books/ pencils/ pens/ boxes/ clothes)?
____(উপহার গুলো/ কলা গুলো/ আপেল গুলো/ বই গুলো/ পেন্সিল গুলো/ কলম গুলো/ বক্স গুলো/ জামাকাপড় গুলো) এর দাম কত?

কতদূর জানতে –

How far is the ____(airport/ hospital/ bank/ shop/ university/ school/ bookstore)?
____(বিমানবন্দর/ হাসপাতাল/ ব্যাঙ্ক/ দোকান/ বিশ্ববিদ্যালয়/ স্কুল/ বইয়ের দোকান)-টি কতদূর?

সংখ্যায় কতগুলো জানতে –

How many _____(boxes/ cars/ children/ shops/ people/ schools) are there?
কয়টি _____(বাক্স/গাড়ি/শিশু/দোকান/মানুষ/স্কুল) আছে সেখানে?

কোথায় জানতে –

Where do you ____(live/ study/ stay/ meditate/ play)?
আপনি কোথায় ____(বাস করেন/অধ্যয়ন করেন/ থাকেন/ ধ্যান করেন/ খেলা করেন)?

Where is the ____(hotel/ phone/ restaurant/ bus stop/ clinic/ airport)?
____(হোটেল/ফোন/রেস্তোরাঁ/বাস স্টপ/ক্লিনিক/এয়ারপোর্ট)-টি কোথায়?

কি জানতে –

What do you ____(do/ play/ eat/ study/ teach)?
আপনি কি ____(করেন /খেলেন /খান /পড়াশোনা করেন/পড়ান)?

What are you ____(doing/ teaching/ reading/ taking/ selling/ learning/ playing/ buying)?
আপনি কি ____(করছেন/শিখাচ্ছেন/পড়ছেন/নেচ্ছেন/বিক্রি করছেন/শিখছেন/খেলাচ্ছেন/কিনছেন)?

কেন জানতে –

Why are you ____(dancing/ crying/ happy/ laughing/ walking/ sleeping/ smiling/ sad)?
তুমি কেন ____(নাচছ/ কাঁদছ/ খুশি/ হাসছ/ হাঁটছ/ ঘুমাচ্ছ/ হাসছ/ দুঃখী)?

Do you like to ____(study/ talk/ sing/ sleep/ eat/ work/ play/ dance/ read/ teach)?
আপনি কি ____(অধ্যয়ন / কথা/ গান/ ঘুম/ খাওয়া/কাজ/খেলা/নাচ/পড়তে/শিক্ষা) পছন্দ করেন?

কখন জানতে –

When are you ____(coming/ cooking/ leaving/ going/ dancing/ exercising/ eating)?
আপনি কখন ____(আসছেন/ রাঁধছেন/ যাচ্ছেন/ যাচ্ছেন/ নাচছেন/ ব্যায়াম করছেন/ খাচ্ছেন)?

উপরের আর্টিকেলে একজন মানুষের প্রথম পরিচয় থেকে শুরু করে দৈনন্দিন জীবনে যেসকল প্রশ্ন বা কথা বলার প্রয়োজন পড়ে তার নমুনাসহ বর্ণনা দেয়ার চেষ্টা করা হয়েছে। এতে ইংরেজি সম্পর্কে তেমন কিছুই জানেন না এমন ব্যাক্তিও সাধারণ কথোপকথন চালিয়ে যেতে পারবেন দক্ষতার সাথে। তাই দেরী না করে আজই শুরু করুন আপনার ইংরেজি শিক্ষার জার্নি। ইংরেজি শেখার সহজ উপায় -পর্ব ৬ এই পর্যন্তই। শুভ কামনা দেখা হচ্ছে আগামী পর্বে।

References:

https://www.inenglishwithlove.com/blog/introduce-yourself-in-english

https://7esl.com/introduce-yourself/