ইউনিভার্সিটি প্রথম বছর। পরীক্ষার আগে স্যার প্রেজেন্টেশন নিবেন। একাডেমীক ভাষা যেহেতু ইংরেজি সেহেতু প্রেজেন্টেশনও হবে ইংরেজিতে। আপনি বন্ধু মহলে অনেক গুছিয়ে কথা বলেন। সবাই বললো আরে তুই তো ফাটিয়ে দিবি।
আপনি প্রেজেন্টেশন দিতে এগিয়ে গেলেন। আপনার সামনে পুরো ক্লাস। শুভেচ্ছা জানিয়ে, আপনি নিজের নাম বললেন। মূল পর্ব শুরু করলেন। আপনি থেমে যাচ্ছেন বারবার। আপনার মাথায় কোনো শব্দ আসছে না। এবারে আপনি একদমই চুপ। কোনো কথাই আর বের হচ্ছে না। একি আপনি এতো কিছু বলবেন বলে ভেবেছিলেন। কিছুই বলতে পারছেন না কেন।
আপনার হতচ্ছাড়া বন্ধুরা সব হো হো করে হেসে উঠল। আপনার মনে হল মাটি ফাঁক হয়ে যাক আর আপনি এর ভিতরে লুকিয়ে যান। কি একটা লজ্জাজনক অবস্থা!
ইংরেজি জানা না থাকায় এমন অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয় অহরহ। তাই আজই কোমর বেঁধে লেগে পড়ুন, ইংরেজি ভয় দূর করুন।
পড়াশুনা, চাকরি যেকোনো ক্ষেত্রেই পরের স্টেপে যেতে হলে ইংরেজি দরকার। কোন একটা জিনিসে আর একটু গভীরে পড়াশুনা করবেন? ইংরেজির ধারস্ত আপনার হতেই হবে।
কিংবা জাপানি কোনো লেখক এর বই পড়তে চান। কিন্তু জাপানি ভাষা পারেন না। চিন্তার কোনো কারণ নেই। আপনার জন্য ইংরেজি অনুবাদ আছে।
যেকোনো জায়গায় নিজেকে বিকশিত করতে ইংরেজিতে পারদর্শী হবার বিকল্প নেই।
আর্টিকেলটি পিডিএফ আকারে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
নিচের রিসোর্সগুলো আপনাকে সঠিকভাবে পারদর্শী হতে সাহায্য করবে আশা করি।
ইংরেজি শেখার সহজ উপায় – অ্যাপ (App)
যুগের সাথে পাল্লা দিয়ে এখন হাতে হাতে স্মার্ট ফোন। চাইলেই অ্যাপের সাহায্যে যেকোনো সময় ইংরেজি শেখা সম্ভব। আর এই অ্যাপগুলোর ভেতরে খুব সুন্দর ভাবে সাজানো কন্টেন্ট থাকে। যা থেকে যেকেউ সহজেই ইংরেজি শিক্ষা চালিয়ে যেতে পারবেন। স্পোকেন ইংলিশ চর্চার জন্য নীচে অ্যাপের লিস্ট দেয়া হল –
- মাত্র ৩০ দিনে ইংরেজি শিক্ষা
- Hello English: Learn English
- EWA: Learn English & Spanish Language
- ELSA Speak: Online English Learning & Practice App
- SpeakingPal
- English Talk
- Speaklar
- VOA Learning English
- Supiki
- English Speaking Practice
- Learn English with ABA English – Study English
- BBC Learning English
ইংরেজি শেখার সহজ উপায় – ওয়েবসাইট(Websites)
ইংরেজি শিক্ষার জন্য অনেকগুলো ভালো ভালো ওয়েবসাইট, ব্লগ, কোর্স রয়েছে। মানুষকে ইংরেজি শিখতে সাহায্য করতে অতুলনীয়। এছাড়াও কোর্স রয়েছে। যাতে নিয়ম করে ধারাবাহিক কাজের মধ্যে ভাষা শেখানো হয়ে থাকে। ওয়েবসাইটগুলোর লিস্ট নীচে দেয়া হল –
- Global exam blog
- TED
- Coursera
- ABC
- Collins Dictionary
- Using English
- BBC Learning English
- British Council Learn English
- Duolingo
- Talk English
- Alison
- Rosetta Stone
ইংরেজি শেখার সহজ উপায় – বই (Books)
ভাষা শিক্ষায় বই পড়া এক্সারসাইজের মতো কাজ করে। ইংরেজি গল্প বা উপন্যাস আপনার শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করে। সাথে সাথে এক একটা দেশ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যায়।
এছাড়াও একজন মানুষের চিন্তা, চেতনা, অনুভুতির সাথে ভ্রমণ করা যায় সহজেই। কোনো চাপ ছাড়া আনন্দকর উপায়ে ইংরেজি শিক্ষার সবচেয়ে ভালো উপায় ইংরেজি বই পড়া।
অনেকেই নিজের বোঝার লেভেলের উপরের বইগুলো সিলেক্ট করেন। এর পর খুব একটা বুঝতে না পেরে হতাশ হয়ে পড়েন। এবং তা ছেড়ে দেন। তবে ঠিকভাবে বইগুলো সিলেক্ট করতে পারলে এ থেকে অনেক ভালো আউটপুট আসে।
সহজ ইংরেজি বইয়ের লিস্ট :
1. Charlotte’s Web – E.B. White
2. Mieko and the Fifth Treasure – Eleanor Coerr
3. The Outsiders – S.E. Hinton
4. The House On Mango Street – Sandra Cisneros
5. Thirteen Reasons Why – Jay Asher
6. Peter Pan – J.M. Barrie
7. The Old Man and the Sea – Ernest Hemmingway
8. The Giver – Lois Lowry
9. Number the Stars – Lois Lowry
10. A Wrinkle In Time – Madeleine L’engle
11. Animal Farm – George Orwell
12. The Wind in the Willows – Kenneth Grahame
ইংরেজি শেখার সহজ উপায় – মুভি (Movies)
মুভি কে না পছন্দ করে। একটা ভালো মুভি যে কাউকেই একটা ভালো সময় উপহার দিতে পারে। ইংরেজি শিক্ষার জন্য ইংরেজি মুভি দেখা হতে পারে একটি অসাধারন উপায়। এটি একজনের ইংরেজি বলার এবং শুনার ক্ষেত্রে অনেক উন্নতি করে।
আপনি যদি ইংরেজি কঠিন ব্যাকরণ এবং শব্দভাণ্ডার শিখে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে বিরতি নিন এবং কিছু ক্লাসিক হলিউড মুভি দেখুন।
নীচে মুভির নাম লিস্ট আকারে দেয়া হলো –
1. “The Social Network” (2010)
2. “The Hangover” (2009)
3. “The Hunger Games” (2012)
4. “Toy Story” (1995)
5. “Cast Away” (2000)
6. “(500) Days of Summer” (2009)
7. “Twilight” (2008)
8. “The King’s Speech” ()
9. Forrest Gump (1994)
10. Jurassic Park (1993)
11. Harry Potter
12. Lord of the Rings
ইংরেজি শেখার সহজ উপায় – ইউটিউব চ্যানেল (YouTube channels)
বর্তমান সময়ে ফ্রি যেকোনো জিনিস শিখতে গেলেই প্রথমেই যে রিসোর্স মাথায় আসে তা হল ইউটিউব। শুধুমাত্র একটা ইন্টারনেট সংযোগ থাকলেই পৃথিবীর যেকোনো দেশের ভাষা শেখা একটা ক্লিক দূরে। ইংরেজি শেখার চ্যানেলের লিস্ট নীচে দেয়া হল –
- English Moja
- Training With Rokhsana
- Munzereen Shahid
- BBC Learning English
- British Council | LearnEnglish Kids
- Learn English with EnglishClass101.com
- Business English – Learn with Business English Pod
- VOA Learning English
- JenniferESL
- Kurzgesagt – In a Nutshell
- What If
- Rachel’s English
আরও পড়ুনঃ পাসপোর্ট করার নিয়ম: পাসপোর্ট করতে যা যা লাগে
ইংরেজি শিখতে হলে যেসকল টিপস এন্ড ট্রিকস অনুসরণ করতে পারেন
১. হাতের কাছে যাই পান পড়ুন
ক্লাসিক সাহিত্য, বিলের কাগজ, সংবাদপত্র, ওয়েবসাইট, ইমেল, আপনার সোশ্যাল মিডিয়া ফিড, চিপস এর প্যাকেট: যদি এটি ইংরেজিতে হয় তবে এটি পড়ুন।
কেন? কারণ এতে বিষয়বস্তু গুলো রসালো নতুন শব্দ ভাণ্ডারে পূর্ণ থাকে। সাথে সাথে আপনি আগে থেকেই জানেন এমন শব্দও অনেক থাকে।
এটি দ্রুত উন্নতি করতে সাহায্য করে। শেখা শব্দগুলো যেমন ঝালিয়ে নেয়া হয়। তেমনি নতুন নতুন শব্দ শেখাও হয়। বেশিরভাগ লিখা গল্পের ছলে থাকে। এতে মস্তিষ্কে শব্দগুলো গেথে যায়।
শব্দভাণ্ডারের অস্ত্রাগার তৈরি করার জন্য নতুন শব্দ এবং অভিব্যক্তি শেখা অপরিহার্য। বিশেষ করে ইংরেজির মতো একটি ভাষায় যাতে অনেকগুলি শব্দ রয়েছে! তাই শুধু পড়ুন এবং এগিয়ে যান।
২. নিয়মিত প্র্যাকটিস করুন
তাৎক্ষণিকভাবে ইংরেজি শেখার কোনো জাদুকরী উপায় নেই। এটি শিখতে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে।
আপনি যদি ক্লাসে থাকেন তবে আপনি জানেন আপনার ক্লাসে উপস্থিত হওয়া উচিত। হোমওয়ার্ক করা উচিত এবং যতটা সম্ভব অধ্যয়ন করা উচিত।
আপনি প্রেশারে পড়লে পড়াশুনা করেন। এমন মনোভাবের হলে ইংরেজি কোর্সে এনরল করতে পারেন। এতে নিয়মিত প্র্যাকটিস এর একটি দায়বদ্ধতা সৃষ্টি হয়। যা আপনাকে পুশ করবে নিয়মিত অনুশীলন করতে।
ভাগ্যক্রমে, ইন্টারনেটের সম্ভাবনার সাথে, অনুশীলন করা আগের চেয়ে সহজ। অনুশীলন এর উপরে কিছু নেই আসলে। কঠিন পরিশ্রমী সাধারণ কেউও খুব মেধাবী কাউকে হারিয়ে দিতে পারেন, যদি না মেধাবী ব্যাক্তি অনুশীলন করেন।
বেশ বিনামূল্যের অনলাইন ইংরেজি কোর্স রয়েছে। যা আপনি অন্য কোর্সের পরিপূরক হিসাবে বা আপনার প্রধান কোর্স হিসাবে নিতে পারেন। অনুশীলন করতে থাকুন সময়ের সাথে সাথে দক্ষ হয়ে উঠবেন।
৩. নিজের জন্য ছোট-ছোট গোল সেট করুন
ইংরেজি শেখা একটি দীর্ঘ প্রক্রিয়া। এটি এক স্তর থেকে অন্য স্তরে অগ্রসর হতে অনেক সময় নিতে পারে। মাঝে মাঝে মনে হবে আপনি আটকে আছেন। তাই ছোট ছোট লক্ষ সেট করুন। এরপর তা সময়ের ভেতর অর্জন করার চেষ্টা করুন। এতে আপনার বিরক্তি বা হতাশা আসবে না।
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -২: ১০০০+ নিত্য-প্রয়োজনীয় ইংরেজি শব্দ জানুন
৪. রুটিন অনুসরণ
সহজ একটি রুটিন বানান। রুটিনটি আপনার দৈনন্দিন কাজের সাথে তাল মিলিয়ে বানানো হয়েছে নিশ্চিত করুন। পুরো দিনের মধ্যে ইংরেজি শিখার জিনিস গুলো ভাগ করে নিন।
এর পর দিন-দুনিয়া উলটে গেলেও রুটিন অনুযায়ী চলুন। আস্তে আস্তে দেখবেন অনেক কিছু আয়ত্তে চলে আসছে। এক সময়ে অনেক কিছু বুঝতে পারবেন বা ধরতে পারবেন। তখন নিজেই নিজেই উন্নতি বুঝতে পারবেন।
৫. ইংরেজিতে গান শুনুন
ছন্দ মস্তিষ্ককে উদ্দীপিত করে। এতে শেখা তাড়াতাড়ি হয়। ইংরেজি গান শুনা এমন একটি একটিভিটি যা আপনি সারাদিন করতে পারবেন। মূল কাজ হচ্ছে সারাদিন যতগুলো গান শুনা সম্ভব শুনুন। সাথে সাথে গাইতে ভুলবেন না।
আপনি শব্দগুলো অনুকরন করার চেষ্টা করছেন। আপনার জিহ্বা ইংরেজি ধ্বনিতে অভ্যস্থ হয়ে উঠবে। এতে আপনার উচ্চারণও উন্নত হবে।
৬. ইংরেজি মুভি দেখুন
মুভিগুলি স্থানীয় কথাবার্তা এবং শব্দভান্ডারের একটি দুর্দান্ত উৎস। এছাড়া ফিল্মের ভিজ্যুয়াল প্রকৃতি আপনাকে অমৌখিক জিনিসগুলোও অনুভব করতে দেয়। যেমন মুখের অভিব্যক্তি এবং হাতের অঙ্গভঙ্গি।
ফিল্মের ভিজ্যুয়াল এবং সংলাপের সাথে প্রাসঙ্গিক অর্থ এবং মানে সবকিছু আপনার মাথায় গেথে যায়। সর্বোপরি, ইংরেজি ভাষার দক্ষতা বিকাশের জন্য ফিল্ম দেখা একটি মজাদার এবং প্রেরণাদায়ক উপায়।
৭. ইংরেজি বই পড়ুন
বই পড়া ইংরেজি ভাষার দক্ষতা উন্নত করার সবচেয়ে মজাদার এবং কার্যকর উপায়গুলির মধ্যে একটি। এটি আপনার শব্দভাণ্ডারকে প্রসারিত করে। আপনাকে বিভিন্ন বাক্যের ধরণের কাছে প্রকাশিত করে। সাথে আপনি কিছু চমৎকার গল্প উপভোগ করেন।
ই-রিডার এবং ট্যাবলেটগুলি ইংরেজি শেখাকে আরও সহজ করে তুলেছে। কারণ এতে আপনি যদি একটি শব্দ না জানেন তবে ক্লিক করলেই এটির সংজ্ঞা পড়তে পারেন। Kindle-এ এমনকি আপনার শেখা নতুন শব্দ যোগ করতে পারেন এর Vocabulary Builder ফিচারে।
এছাড়া অডিও বই শুনাও হতে পারে ইংরেজি শেখার একটি চমৎকার উপায়। আপনি চাইলে শুনে শুনে পড়তেও পারবেন। এতে আপনি উচ্চারণ সহ পরিস্কার ধারণা পাবেন এবং অনুসরণ করতে পারবেন।
৮. ফ্ল্যাশ কার্ডের সাহায্যে শব্দ শিখুন
যদিও এটি পড়ার সবচেয়ে পুরানো অধ্যয়নের কৌশল। বিশ্বজুড়ে শিক্ষার্থীরা এখন ফ্ল্যাশকার্ড ব্যবহার করেন। কারণ এতে কাজ হয়!
কার্ডে প্রতিদিন এক একটা শব্দ লিখুন অর্থ, সংজ্ঞা, উদাহরণসহ। এরপর তা ভালভাবে শিখুন এবং নানাভাবে পরীক্ষা করুন।
৯. ইংরেজি বলেন এমন মানুষের সাথে কমিউনিকেট করুন
যোগাযোগ/কমিউনিকেট না হলে ভাষা কি? অবশ্য আমরা মানুষ বর্তমান সময়ে আমাদের মুখ না খুলেই যোগাযোগের বিশেষজ্ঞ হয়ে উঠেছি – ধন্যবাদ Whatsapp!
শুধু ভেবে দেখুন আপনি কতবার লোকজনকে বলতে শুনেছেন যে তারা "বুঝেন, কিন্তু ইংরেজি বলতে পারেন না।" এই জিনিস ঠিকমতো কার্যকর করার সবচেয়ে ভালো উপায় কমিউনিকেট।
একটি অনানুষ্ঠানিক ভাষা বিনিময়ের জন্য স্থানীয় ভাষাভাষীদের খোঁজ নিন, একটি কোর্সে নথিভুক্ত হন, বা অনলাইনে ক্লাস করুন।
১০. যে দেশের ভাষা শিখতে চান সেই দেশে যাওয়া
বেনি লুইস/ ব্রেন্ডন রিচার্ড লুইস নামে একজন আইরিশ লেখক আছেন। যিনি তার “Fluent in 3 Months” ওয়েবসাইটের জন্য পরিচিত। তার প্রসেস হচ্ছে যে দেশের ভাষা তিনি শিখতে চান, সে দেশে চলে যাওয়া।
প্লেন থেকে নামার পর থেকে যতো কষ্টই হোক না কেন সে ভাষায় কথা বলা। এতে কোনো কোনো সময় আপনাকে আদিম মানুষের মতো নেচে-কুঁদে, অঙ্গ-ভঙ্গী করে বোঝাতে হতে পারে।
এমনও হতে পারে রাস্তা ভুলে আপনি ঘুরতেই আছেন ঠিকানা আর খুঁজে পাচ্ছেন না। কাউকে বোঝাতেও পারছেন না কোথায় যাবেন। পরে দেখলেন এক ব্লক সামনেই আপনার ঠিকানা ছিল। কাউকে বোঝাতে না পাড়ায়, আর নিজেও জায়গাটা না চিনায় আপনার এই পণ্ডশ্রম হল।
কিন্তু ২০-২৫ দিন গেলেই আপনি দেখবেন সেই ভাষা ভাঙা-ভাঙা ভালোই বলতে পারছেন। আর আস্তে আস্তে এমন অভিজ্ঞতাও শূন্যের ঘরে চলে আসবে।
১১. ইংরেজি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
সারা বিশ্বে মানুষ এখন মানুষ YouTube ব্যবহার করেন। নিজের ঘরে বসে ফ্রিতে নতুন দক্ষতা শিখতে ইউটিউব এর জুরি নেই। এই প্ল্যাটফর্মে নতুন কিছু তৈরি, শেয়ার করা এবং শেখা যায় বিনামূল্যে। আপনার দরকার হল শুধুমাত্র একটি ভাল ইন্টারনেট সংযোগ৷
ভাষা শিক্ষার জন্য ইউটিউব একটি অমূল্য প্ল্যাটফর্ম।আপনি যেকোন সময় ভিডিও দেখতে পারেন। যতবার প্রয়োজন ভিডিওগুলি বিরতি দিয়ে, থামিয়ে কিংবা পুনরায় দেখতে পারেন।
১২. অনেক প্রশ্ন করুন
শেখার সবচেয়ে ভালো উপায় প্রশ্ন করা। তুচ্ছ থেকে তুচ্ছ বিষয়গুলো নিয়ে প্রশ্ন করুন। টপিক গুলোর গভীরে যান। প্রশ্ন করে তার উত্তর খুঁজতে খুঁজতে দেখবেন বিষয় গুলো পরিস্কার হয়ে যাচ্ছে।
১৩. বন্ধুদের সাহায্য নিন
বন্ধুরা হতে পারে আপনার ইংরেজি শিক্ষার শ্রেষ্ঠ সহযোগিতা। ইংরেজি শিক্ষায় উৎসাহী বন্ধুদের নিয়ে গ্রুপ বানান। প্র্যাকটিস করুন। একে অপরের সাথে ইংরেজিতে কথা বলুন। শিখতে উৎসাহী করুন। সুস্থ প্রতিযোগিতা করুন।
১৪. নিজেকে অনুপ্রাণিত রাখুন
যে কোন জিনিসের শুরুতে আমরা খুবই অনুপ্রাণিত থাকি। পরে আস্তে আস্তে তা কমে যায়। ফলে শেখার গতিশীলতায় ব্যঘাত ঘটে।
তাই নিজেকে পুরো জার্নিতে অনুপ্রাণিত রাখতে কিছু পন্থা অবলম্বন করুন। যেমন খুব পরিশ্রমী কাউকে অনুসরণ করা। ছোট ছোট গোল অর্জন করার পর নিজেকে ট্রিট দেয়া/ মজাদার কিছু করা।
ধরুন আপনি আজকে ১০০টি শব্দ শিখতে বসলেন। যদি শেখা হয়ে যায় তবে আপনি বিকেলে ব্যাডমিন্টন খেলতে যাবেন। কিংবা শেখা হলে আপনি নিজেকে আইসক্রিম কিনে দিবেন। এই রকম করলে ভেতর থেকে তাড়া অনুভব করবেন। এবং বিকেল হবার আগেই শেখা শেষ হবে।
১৫. শুরু থেকেই উচ্চারণে মনোযোগ দিন
ভাষার উচ্চারনে ভাষার স্বকীয়তা বিদ্যমান। আপনি একটা ভাষা বলায় যতো পারদর্শী হবেন ততো স্থানীয় শোনাবে। তাছাড়া ইংরেজি শুদ্ধ উচ্চারণ জানা না থাকলে অনেক সময়ই উচ্চারণের কারণে অন্য মানে বোধক শব্দ চলে আসে।
এতে শ্রোতা ভুল মানে বোঝেন। কমিউনিকেশনে বড় ধরণের বিভ্রান্তি চলে আসে।
১৬. প্রোগ্রেস এর ট্র্যাক রাখুন
কতটুকু এগুলেন বুঝতে এবং সে অনুযায়ী পরবর্তী স্টেপ নিতে প্রোগ্রেস ট্র্যাক খুব জরুরী। এতে আপনি কোথায় শুরু করেছেন তা বোঝা যায়।
এছাড়া আপনার শক্তি এবং দুর্বলতার ক্ষেত্রগুলি কী তাও খুঁজে পাওয়া সহজ হয়। এবং সে অনুযায়ী পরিবর্তন বা যোগ করা সম্ভব হয়। প্রোডাক্টিভিটি বাড়ে।
উপরে একজন মানুষের নতুন ইংরেজি ভাষা শিখতে গেলে যা যা প্রয়োজন। যেভাবে প্রয়োজন সব গুছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। যাতে যেকেউ ইংরেজি শিখতে চাইলে সুন্দর গুছানো ভাবে শুরু থেকে শেষ করতে পারেন। ইংরেজি শিক্ষাকে মিশন হিসেবে নিলে লেগে থাকলে পারদর্শী হওয়া শুধু সময়ের ব্যাপার। ইংরেজি ভালো ভাবে শেখার একটাই মূল মন্ত্র -হাল ছাড়া যাবে না। শুভ কামনা। দেখা হচ্ছে পরবর্তী পর্বসমূহে।