ইংরেজি শেখার সহজ উপায় -৫: ১৫০+ ইংরেজি বাক্য দিয়ে সহজেই ইংরেজি বলুন

ইংরেজি শেখার সহজ উপায় ১৫০+ ইংরেজি বাক্য দিয়ে সহজেই ইংরেজি বলুন

আজকের সময়ে সবকিছুই অনলাইন যার কারণে আমাদের যোগাযোগও এখন বৈশ্বিক। নানা ভাষা-ভাষীর মানুষের সাথে কমিউনিকেট করতে ইংরেজি ভাষা লাইফ সেইবার এর মতো কাজ করে। কারণ সারা বিশ্বে কম-বেশি সবাই ইংরেজিতে কথা বলেন বা বুঝেন। তাই প্রফেশনাল ক্ষেত্রে উন্নতি করার জন্য যত তাড়াতাড়ি ইংরেজি শিক্ষা শুরু করা যায় ততো ভালো।

ইংরেজিতে কথা বলতে গেলে প্রতিদিনই প্রয়োজন পড়ে নানা ইংরেজি বাক্যের। এসব বাক্যের মধ্যে কিছু আছে প্রতিনিয়তই ব্যবহৃত হয়। এমন বেশ কিছু বাক্য নিয়ে ইংরেজি শেখার সহজ উপায় আজকেই এই পর্ব ৫ নিয়ে এসেছি।

আর্টিকেলটি পিডিএফ আকারে পড়তে এখানে ক্লিক করতে পারেন।

নিত্য-প্রয়োজনীয় সাধারন কিছু ছোট ইংরেজি বাক্য

Absolutely not.
কোন মতেই না।

Are you sure?
আপনি কি নিশ্চিত?

Are you coming with me?
আপনি কি আমার সাথে আসছেন?

As soon as possible.
যত দ্রুত সম্ভব।

Believe me.
আমার কথা বিশ্বাস করুন।

Buy it.
এটা কিনুন।

Call me tomorrow.
আমাকে কালকে ফোন করুন।

Come with me.
আমার সঙ্গে আসুন।

Congratulations.
অভিনন্দন।

Do  you mean it?
আপনি কি আসলেই এটা বুঝাতে চেয়েছেন?

Do you understand?
আপনি কি বুঝতে পেরেছেন?

Do you want it?
আপনি কি এটা চান?

Do you want something?
আপনি কি কিছু চাচ্ছেন?

Don’t do it.
এটা করবেন না।

Don’t exaggerate.
বাড়িয়ে কথা বলবেন না।

Don’t tell me that.
আমাকে এটা বলবেন না।

Give me a hand.
আমাকে একটু সাহায্য করুন।

Go right ahead.
এগিয়ে যান।

Have a good trip.
আপনার যাত্রা শুভ হোক।

Have a nice day.
আপনার দিনটি শুভ হোক।

Have another one.
আরেকটা নিন।

He is on his way.
সে পথে আছে।

How are you doing?
আপনি কেমন আছেন?

How long are you staying?
আপনি কয়দিন থাকছেন?

How much is it?
এর দাম কত?

I can do it.
আমি পারবো এটা করতে।

I can’t believe it.
আমার বিশ্বাস হচ্ছে না।

I can’t wait.
আমি অপেক্ষা করতে পারছি না।

I don’t have the time.
আমার সময় হবে না।

I don’t like it.
আমার এটা পছন্দ না।

I don’t think so.
আমার মনে হয় না।

I feel much better.
আমার এখন আগের চেয়ে ভালো লাগছে।

I see.
আচ্ছা।

আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -৪: অর্থ ও উদাহরণসহ A-Z Verb এর লিস্ট জানুন (২)

I am used to it.
আমি এটাতে অভ্যস্ত.

I am sorry.
আমি দুঃখিত।

I am bored.
আমি বিরক্ত।

It does not matter.
এটা কোনো ব্যাপার না।

It’s about time.
এমন কিছু যা পূর্বেই হওয়া উচিত ছিল।

It’s time to go.
যাওয়ার সময় হয়ে গিয়েছে।

It’s not worth it.
এর মূল্য খুবই কম, করার মতো না।

It’s the same thing.
একই জিনিস।

Not yet.
এখনো না।

It’s your turn.
এখন আপনার পালা।

See you tomorrow.
কালকে দেখা হবে।

That’s enough.
যথেষ্ট হয়েছে।

Slow down.
একটু আস্তে।

Too bad.
কোনো দুঃখজনক ঘটনা যেটা অপরিবর্তনীয়।

What did you say?
কী বললেন আপনি?

You look tired today.
আপনাকে অনেক ক্লান্ত লাগছে।

Oh, come on!
আহ, একটু বুঝতে চেষ্টা করো তো!

Do you follow me?
আমার অথা বুঝতে পারছো তো?

Thank you very much.
আপনাকে অনেক ধন্যবাদ।

আরো কিছু Daily use ইংরেজি বাক্য

Are you with me?
আমার কথা শুনছেন তো?

Be careful. 
সাবধান থাকবেন।

Be careful driving.
সাবধানে গাড়ি চালান।

Can you translate this for me?
তুমি কি এটা আমার জন্য অনুবাদ করতে পার?

Chicago is very different from Boston.
বোস্টন থেকে শিকাগো একেবারেই আলাদা।

Don’t worry.
চিন্তা করোনা।

Everyone knows it.
এটা সবাই জানে।

Everything is ready.
সবকিছু তৈরী।

Excellent.
অসাধারণ, খুব ভাল।

From time to time.
কখনো কখনো।

Good idea.
ভালো ধারণা।

He likes it very much.
সে এটা খুবই পছন্দ করে।

Help!
বাঁচাও!

He’s coming soon.
সে শিগগিরই আসবে।

He’s right.
সে ঠিক বলেছে ।

He’s very annoying.
সে খুবই বিরক্তিকর।

He’s very famous.
উনি খুব বিখ্যাত ।

How are you?
তুমি কেমন আছো?

How’s work going?
কাজ চলছে কেমন?

Hurry!
তাড়াতাড়ি !

I ate it already.
আমি ইতোমধ্যে খেয়েছি।

I can’t hear you.
আমি তোমাকে শুনতে পাচ্ছিনা।

I’d like to go for a walk.
আমি হাঁটতে যেতে চাই।

I don’t know how to use it.
এটা কিভাবে ব্যবহার করতে হয় আমি জানিনা।

I don’t like him.
আমি তাকে পছন্দ করিনা।

I don’t like it.
আমি এটা পছন্দ করিনা ।

I don’t speak very well.
আমি ভালো বলতে পারিনা।

I don’t understand.
আমি বুঝতে পারছিনা।

I don’t want it.
আমি চাইনা।

I don’t want that.
আমি ওটা চাইনা।

I don’t want to bother you.
আমি তোমাকে বিরক্ত করতে চাইনা।

I feel good.
আমার ভালো লাগছে।

If you need my help, please let me know.
যদি আমার সহযোগিতা প্রয়োজন হয় দয়া করে আমাকে জানিয়ো।

I get off of work at 6.
আমি ৬টায় কাজ থেকে বের হই।

I have a headache.
আমার মাথা ব্যাথা করছে / মাথা ধরেছে।

I hope you and your wife have a nice trip.
আমি আশা করছি তোমার এবং তোমার স্ত্রীর ভালো ভ্রমণ হবে।

I know.
আমি জানি।

I like her.
আমি মেয়েটিকে পছন্দ করি।

I’ll call you when I leave.
যখন আমি যাবো আমি তোমাকে ফোন করবো।

I’ll come back later.
আমি পরে আসবো।

I’ll pay.
আমি দাম দেবো।

I’ll take it.
আমি এটা নেবো।

I’ll take you to the bus stop.
আমি তোমাকে বাসস্টপে নামিয়ে দেবো।

I lost my watch.
আমি আমার ঘড়ি হারিয়েছি।

I love you.
আমি তোমাকে ভালোবাসি।

I’m an American.
আমি একজন আমেরিকার নাগরিক।

I’m cleaning my room.
আমি আমার ঘর পরিস্কার করছি।

I’m cold.
আমার শীত করছে।

I’m coming to pick you up.
আমি তোমাকে নিতে আসছি।

I’m going to leave.
আমি চলে যাচ্ছি।

I’m good, and you?
আমি ভালো আছি, তুমি?

I’m happy.
আমি খুশি/সুখি।

I’m hungry.
আমি ক্ষুধার্থ/ আমার ক্ষুধা পেয়েছে।

I’m married.
আমি বিবাহিত।

I’m not busy.
আমি ব্যস্ত নই।

I’m not married.
আমি অবিবাহিত।

I’m not ready yet.
আমি এখনো প্রস্তুত নই।

I’m not sure.
আমি ঠিক নিশ্চিত নই।

I’m sorry, we’re sold out.
আমি দু:খিত সব বিক্রি হয়ে গেছে।

I’m thirsty.
আমি পিপাসার্ত।

I’m very busy. I don’t have time now.
আমি খুবই ব্যস্ত, আমার এখন কোন সময় নেই।

I need to change clothes.
আমার কাপড় পাল্টানো দরকার ।

I need to go home.
আমার বাড়ি যাওয়া প্রয়োজন।

I only want a snack.
আমি হালকা কিছু খাবার চাই।

Is Mr. Smith an American?
মি. স্মিথ কি একজন আমেরিকান?

Is that enough?
আর কিছু লাগবে?

I think it’s very good.
আমার মনে হয় এটা খুব ভালো।

I think it tastes good.
আমি মনে করি এটার স্বাদ ভালো।

আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায় -৩: অর্থ ও উদাহরণসহ A-Z Verb এর লিস্ট জানুন (১)

I thought the clothes were cheaper.
আমি ভেবেছিলাম কাপড়গুলো আরো সস্তা।

It’s longer than 2 miles.
২ মাইলের চেয়ে বেশি হবে।

I’ve been here for two days.
আমি এখানে দুই দিন ধরে আছি ।

I’ve heard Texas is a beautiful place.
শুনেছি টেক্সাস খুব সুন্দর জায়গা।

I’ve never seen that before.
আমি ওটা কখনো দেখিনি।

I was about to leave the restaurant when my friends arrived.
যখন আমার বন্ধুরা এলো আমি তখন রেস্তোরাঁ থেকে বের হচ্ছি।

Just a little.
অল্প একটু।

Just a moment.
একটু অপেক্ষা কর।

Let me check.
আমাকে দেখতে দাও।

Let me think about it.
ভেবে দেখি।

Let’s go have a look.
চল গিয়ে দেখি।

Let’s practice English.
এসো ইংরেজি চর্চা করি।

May I speak to Mrs. Smith, please?
আমি কি মি. স্মিথের সাথে কথা বলতে পারি?

More than that.
ওর চেয়ে বেশী।

Never mind.
কিছু মনে করোনা।

Next time.
আবার হবে/ পরেরবার দেখা যাবে।

No.
না।

Nonsense.
নির্বোধ।

No, thank you.
না, ঠিক আছে ধন্যবাদ।

Nothing else.
আর কিছু নয়।

Not recently.
খুব বেশী আগে নয়।

Not yet.
এখনো না/নয়।

Of course.
নিশ্চয়ই।

Okay.
ঠিক আছে।

Please fill out this form.
অনুগ্রহকরে ফরমটি ফিলআপ করুন।

Please take me to this address.
অনুগ্রহকরে আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন।

Please write it down.
অনুগ্রহ করে লিখে নিন।

Really?
তাইনাকি?

Right here.
ঠিক এখানে।

Right there.
ঠিক ওখানে।

See you later.
পরে দেখা হবে।

See you tomorrow.
আগামীকাল দেখা হবে।

See you tonight.
রাতে দেখা হবে।

She’s pretty.
মেয়েটি সুন্দর।

Sorry to bother you.
আমি দুঃখিত তোমাকে বিরক্ত করতে এসেছি।

Stop!
থাম!

Take a chance.
চেষ্টা করে দেখ।

Take it outside.
বাইরে নিয়ে যাও।

Tell me.
বল আমাকে।

Thanks for everything.
সবকিছুর জন্য ধন্যবাদ।

Thanks for your help.
সহযোগিতার জন্য ধন্যবাদ।

Thank you.
ধন্যবাদ ।

Thank you sir.
ধন্যবাদ জনাব।

Thank you, miss.
ধন্যবাদ মিস।

Thank you very much.
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

That’s alright.
সব ঠিক আছে।

That looks great.
ওটা খুব ভালো দেখাচ্ছে।

That’s fine.
সেটি ভালো।

That’s enough.
যথেষ্ট হয়েছে।

That’s it.
এটাই তাই।

That smells bad.
ওটার থেকে দূর্গন্ধ বের হচ্ছে।

That’s not fair.
ওটা ঠিক নয়।

That’s not right.
এটা ঠিক নয়।

That’s right.
ওটা ঠিক।

That’s too bad.
এটা খুবই খারাপ।

That’s too many.
খুব বেশী হয়ে গেছে।

That’s too much.
অতিরিক্ত হয়ে গেছে।

The book is under the table.
বইটি টেবিলের নীচে।

They’ll be right back.
তারা এখনি ফিরবে।

They’re the same.
তারা একই রকম।

They’re very busy.
তারা খুবই ব্যাস্ত।

This doesn’t work.
এটা অকেজো।

This is very difficult.
এটা খুবই জটিল প্রকৃতির।

This is very important.
এটা খুবই গুরুত্বপূর্ণ।

Try it.
খেয়ে দেখো।

Very good, thanks.
খুব ভালো, ধন্যবাদ।

We like it very much.
আমরা এটা খুব পছন্দ করি।

Would you take a message please?
অনুগ্রহকরে একটি খবর রাখবে?

Yes, really.
সত্যি তাই।

You’re beautiful.
তুমি সুন্দর।

You’re very nice.
তুমি খুব ভাল।

You’re very smart.
তুমি খুবই ভাল।

Your things are all here.
তোমার সব জিনিস এখানে।

উপরের ইংরেজি বাক্যগুলো দৈনন্দিন যেকোনো ইংরেজি কথোপকথনে কম-বেশি ব্যবহৃত হয়ে থাকে। এই বাক্যগুলো অর্থসহ জানা থাকলে যেকোন সাধারণ মানুষের পক্ষে ইংরেজি বলতে এবং বুঝতে পারা অনেকটাই সহজ হয়ে যায়। তাই দেরী না করে এখুনি জেনে ফেলুন সচরাচর ব্যবহৃত এই ইংরেজি বাক্যগুলো। ইংরেজি শিক্ষার পথে এগিয়ে যান আরো এক ধাপ।

References:

https://englishgrammarhere.com/speaking/100-english-sentences-used-in-daily-life/

https://www.fluentu.com/blog/english/basic-english-phrases/